২৪ বছর পর গাঁধী পরিবারের বাইরে কংগ্রেসের (Congress) ব্যাটন। আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। শশী তারুরকে (Shashi Tharoor) হারিয়ে কংগ্রেস সভাপতি পদে জয়ী হন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এদিন দায়িত্ব নেওয়ার আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি।
কংগ্রেসের নতুন সভাপতি: সামনে হাজারও চ্যালেঞ্জ, কঠিন লড়াই। ঠিক এই পরিস্থিতিতে কংগ্রেসের কাঁটার মুকুট উঠল বর্ষীয়ান মল্লিকার্জুন খাড়গের মাথায়। শশী তারুরকে হারিয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান রাজ্যসভার সাংসদ। জগজীবন রামের ৫০ বছর পরে ফের কোনও দলিত সভাপতি পেল কংগ্রেস। নিজলিঙ্গাপ্পার পরে কর্ণাটক থেকে কংগ্রেসের দ্বিতীয় সভাপতি নির্বাচিত হলেন রাজ্যসভার সাংসদ খাড়গে। ৬ হাজার ৮২৫ ভোটে শশী তারুরকে হারিয়ে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। ৮ হাজার ৯৬৯টি বৈধ ভোটের মধ্যে খাড়গে একাই পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। ১ হাজার ৭২টি ভোট যায় তিরুঅনন্তপুরমের সাংসদ শশী তারুরের পক্ষে। প্রদত্ত ভোটের ৮৮ শতাংশই পড়ে খাড়গের পক্ষে। 

গাঁধী পরিবারের বাইরে কংগ্রেসের ব্যাটন: ফল ঘোষণার পরে মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, মূল্য বৃদ্ধি, বিভাজন, বেকারত্বের মতো ইস্যুকে সামনে রেখে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে চ্যালেঞ্জ জানাবেন তিনি। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মল্লিকার্জুন খাড়গেকে শুভেচ্ছা জানান সনিয়া গাঁধী। পাশাপাশি তিনি বলেন, "আপনারা আমাকে সব সময় সমর্থন করেছেন। এরজন্যে সবাইকে ধন্যবাদ। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা দলের সভাপতি বেছে নিয়েছেন। নব নির্বাচিত সভাপতিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পরিবর্তনই পৃথিবীর নিয়ম। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দলকে যেতে হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস সেই সবই আমরা কাটিয়ে উঠতে পারব। এভাবেই আপনারা দলকে আরও শক্তিশালি করে তুলবেন। দলকে অনুপ্রেরণা জোগাবেন মল্লিকার্জুন খাড়গে।''
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours