শ্রীলঙ্কার কাছে এই মুহূর্তে বড় সমস্যা হল পেসার দুষ্মন্ত চামিরার (Dushmantha Chameera) চোট।


টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) মূলপর্ব শুরু হওয়ার আগে রীতিমতো অস্বস্তিতে শ্রীলঙ্কা (Sri Lanka) শিবির। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে গিয়ে হেরেছিল শ্রীলঙ্কা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে হারিয়ে জয়ে ফিরেছেন দাসুন শানাকারা। তবে শ্রীলঙ্কার কাছে এই মুহূর্তে বড় সমস্যা হল পেসার দুষ্মন্ত চামিরার (Dushmantha Chameera) চোট। লঙ্কান শিবিরে একের পর এক তারকা চোটে কাবু হয়ে পড়ছেন। চামিরা এমনিতেই চোট প্রবণ। যে কারণে এশিয়া কাপে তাঁর খেলা হয়নি। এরপর টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের আগে ফিটনেস টেস্টে পাস করেন চামিরা। তার পরই তাঁকে শ্রীলঙ্কার স্কোয়াডে রাখা হয়। এ বারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না চামিরার। নামিবিয়া ও আমিরশাহির বিরুদ্ধে খেলেই এ বারের মতো বিশ্বকাপ যাত্রা শেষ হতে চলেছে চামিরার। আমিরশাহির বিরুদ্ধে ১৭ তম ওভারে চোটের জন্য মাঠ ছাড়েন পেসার দুষ্মন্ত চামিরা। জানা গিয়েছে তিনি, কাফ মাসলে ভালো রকম চোট পেয়েছেন। মাঠে ফিরতে অন্তত মাস খানেক সময় লাগবে তাঁর। চামিরার চোট নিয়ে কী বললেন শ্রীলঙ্কার মেডিকেল উপদেষ্টা কমিটির প্রধান, 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours