চেন্নায়িন ম্যাচে শুরুতেই গোল তুলে নিতে চান ফেরান্দো। সেই মতো আক্রমণ ভাগের ফুটবলারদের নিয়ে বিশেষ অনুশীলনও করান তিনি। দিমিত্রি, লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিক কুরুনিয়ানরা তৈরি চেন্নায়িনের দুর্গ ভাঙতে।


ডুরান্ড কাপে গ্রুপ পর্বে বিদায়। এএফসি কাপে জোনাল সেমিফাইনালেও হার।‌ সব ভুলে এ বার আইএসএলই (ISL 2022-23) পাখির চোখ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। প্রিয় দল যখন যুবভারতীতে অনুশীলন করছে, ক্লাব তাঁবুর সামনে তখনও একদল জনতা ‘রিমুভ এটিকে’র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রথম বার আইএসএলে ঘরের মাঠে নামবে মোহনবাগান। একদল সমর্থক তাঁদের দাবিতে এখনও অনড়। যদিও ফেরান্দোর দলের ভাবনায় শুধুই সোমবারের ম্যাচ। ঘরের মাঠে চেন্নায়িন এফসির (Chennayin FC) বিরুদ্ধে নামছে সবুজ মেরুন। একঝাঁক বাঙালি ফুটবলার চেন্নাই দলে। তারকা ফুটবলার রাফায়েল ক্রিভেলারো চোটের জন্য স্কোয়াডেই নেই। মহম্মদ রফিকও রিহ্যাবে আছেন। দলের সঙ্গে কলকাতায় এসেছেন দেবজিৎ মজুমদার, সৌরভ দাস, রহিম আলিরা। জবি জাস্টিনও আছেন চেন্নাই দলে।

সোমবার সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হতে চলেছে দিমিত্রি পেত্রাতোসের। এএফসি কাপের জোনাল সেমিফাইনালের আগে শহরে এলেও মাঠে নামা হয়নি অজি স্ট্রাইকারের। দিমিত্রির হাত ধরেই গোল খরা কাটানোর রাস্তা খুঁজছে সবুজ-মেরুন। অন্যান্য দলের চেয়ে খাতায় কলমে অনেকটাই শক্তিশালী এবারের মোহনবাগান। চেন্নাই ম্যাচের আগে বাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, ‘এএফসি কাপ, ডুরান্ডের ফল হতাশ করেছে ঠিকই। তবে তা নিয়ে এখন আর ভাবছি না। ৭ সেপ্টেম্বরের পর সবই অতীত হয়ে গিয়েছে। এখন শুধু আইএসএল নিয়েই ভাবছি।’


চেন্নায়িন ম্যাচে শুরুতেই গোল তুলে নিতে চান ফেরান্দো। সেই মতো আক্রমণ ভাগের ফুটবলারদের নিয়ে বিশেষ অনুশীলনও করান তিনি। দিমিত্রি, লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিক কুরুনিয়ানরা তৈরি চেন্নায়িনের দুর্গ ভাঙতে। মাঝমাঠে জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বোমাসরা আছেন। রক্ষণে আছেন পোগবা, হ্যামিল। তবে কোন চার বিদেশি খেলবেন তা ম্যাচের দিন সকালেই ঠিক করবেন বাগান কোচ। ম্যাচের আগের দিন পাসিং ফুটবল অনুশীলনেও বিশেষ জোর দিলেন বাগানের স্প্যানিশ কোচ। এ ছাড়া সেট পিসকেও কাজে লাগাতে চান তিনি। একই সঙ্গে চেন্নায়িনের আক্রমণের রাস্তাও বন্ধ করতে হবে মোহনবাগানকে‌। চেন্নায়িনের বিদেশিরা ভারতে নতুন। তাই বাড়তি সতর্ক থাকতেই হবে ফেরান্দোকে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours