নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকান কোচ মার্ক বাউচারের কাছে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ভূমিকা বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
২০২১ সালের আইপিএলটা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে সামনে দিকে এগোচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শুরু হল কোচ বদল দিয়ে। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স পরবর্তী সংস্করণের জন্য তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারকে। মাহেলা জয়বর্ধনের জায়গায় এলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের গতবারের কোচ মাহেলাকে আরও বড় দায়িত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গ্লোবালি কাজ করবেন শ্রীলঙ্কান গ্রেট। তাঁর পরবর্তে ২০২৩ সংস্করণে রোহিতদের কোচ হচ্ছেন বাউচার। আইপিএলের সবচেয়ে সফল দলটির হেড কোচের দায়িত্বকে চ্যালেঞ্জে হিসেবে দেখছেন বাউচার (Mark Boucher)। আইপিএলের পরবর্তী সংস্করণ শুরু হওয়ার আগে দায়িত্ব নেবেন তিনি। তিনি বলেছেন, “মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হওয়া সম্মানের। দলটির ইতিহাস, সাফল্য তাদেরকে ক্রীড়া বিশ্বের সবচেয়ে সেরা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি হিসেবে তুলে ধরেছে। এই চ্যালেঞ্জটার জন্য মুখিয়ে রয়েছি। ভালো ফলাফলের জন্য যা প্রয়োজন সবটাই করব। দারুণ অধিনায়ক এবং খেলোয়াড়দের নিয়ে একটা শক্তিশালী দল। এই ডায়নামিক ইউনিটে ভ্যালু অ্যাড করার চেষ্টা করব।”
বাউচার অভিজ্ঞ কোচ। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে টাইটান্সের হয়ে কাজ করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ এই যে, প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার বর্তমানে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হেড কোচ। ২০১৯ সালে প্রোটিয়াদের দায়িত্ব নেন। বাউচারের সময়কালে প্রোটিয়ারা সাফল্যের মুখ দেখেছে। দিন কয়েক আগে হঠাৎই তেম্বা বাভুমাদের কোচের পদ থেকে ইস্তফা দেন বাউচার। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হারের পর প্রোটিয়া বোর্ডের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। ইংল্যান্ড সিরিজে ভরাডুবি হলেও দক্ষিণ আফ্রিকা বোর্ডের কর্তারা তাঁকে চাইছিলেন। ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কও ভালো। ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল তাঁর। তা শেষ হওয়ার আগেই বাউচারের এই সিদ্ধান্তে ভ্রু কুঁচকেছিলেন অনেকে। শোনা গিয়েছিল, ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কাছে অন্য সুযোগ এসেছে। সেটা যে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ পদের দায়িত্ব তা এতদিনে বোঝা গেল।দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন তিনি।
Post A Comment:
0 comments so far,add yours