নিজের ক্লাব কেরিয়ারের ৬৯৯তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত সপ্তাহে সোসিয়াদাদের বিরুদ্ধে হারের পর রোনাল্ডো ও স্যাঞ্চোর গোলে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

গোটা মরসুমের সিংহভাগ সময়ই বেঞ্চে বসেই কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে মাঝ সপ্তাহে ইউরোপা লিগে (UEFA Europa League) অবশেষে এ মরসুমে নিজের গোলের খাতা খুলে ফেললেন মহাতারকা। শেরিফ টিরাসপোলের বিরুদ্ধে গোল করলেন রোনাল্ডো। মলডোভার দলের বিরুদ্ধে ২-০ গোলে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। রেড ডেভিলসদের হয়ে দ্বিতীয় গোলটি করেন জেডন স্যাঞ্চো।

রোনাল্ডোর প্রথম গোল

প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচ হারের পর ম্যান ইউনাইটেড পরপর ম্যাচ জিতে বেশ ভালই ছন্দে ছিল। কিন্তু গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল এরিক টেন হাগের দলকে। তবে গত সপ্তাহের হারের হতাশা ভুলে জয়ে ফিরল প্রিমিয়ার লিগ ক্লাবটি। এদিন ১৭ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের পাস থেকে ১৭ মিনিটে ইউনাইটেডকে ম্যাচে লিড এনে দেন স্যাঞ্চো। মরসুমের বেশিরভাগ সময়ই বেঞ্চে কাটানোর পর এদিন দলের প্রথম একাদশে ফিরতেই গোলেও ফিরলেন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো।

৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড গোলদাতা হলেও, ইউরোপা লিগে এটিই রোনাল্ডোর প্রথম গোল। প্রসঙ্গত, এটি রোনাল্ডোর ক্লাব কেরিয়ারের ৬৯৯তম গোল। এদিন রোনাল্ডোদের প্রতিপক্ষ শেরিফই কিন্তু গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল। তারা এই ম্য়াচে অবশ্য তেমন খুব বড় কোনও সুযোগ পায়নি। ম্যাচ ইউনাইটেডের পক্ষেই ২-০ শেষ হয়। অপরদিকে, একই গ্রুপের আরেক ম্যাচে স্পেনের সোসিয়াদাদ ২-১ হারায় ওমনিয়া নিকোসিয়াকে। অ্যান্ডের গুয়েভারা ও আলেকজান্ডার সরলথ সোসিয়াদাদের হয়ে গোল করেন। 


জিতল রোমা, হারল লাজিও

রোমা দ্বিতীয়ার্ধের তিন গোলে এইচজেকে হেলসিনকিকে হারায়। ক্লাবের হয়ে নতুন স্ট্রাইকার আন্দ্রেয়া বেলোত্তি প্রথম গোল করেন। তবে রোমার চিরপ্রতিদ্বন্দ্বী লাজিওকে ড্যানিশ দল মিডজিল্যান্ডের বিরুদ্ধে ৫-১ স্কোরলাইনে পর্যুদস্ত হতে হয়। গ্রিসের অলিম্পিয়াকস এ মরসুমে রিয়াল মাদ্রিদের দুই প্রাক্তনী হামেস রডরিগেজ ও মার্সেলোকে সই করিয়েছে। তবে তাদেরও ফ্রাইবুর্গের বিরুদ্ধে ৩-০ হারতে হল। স্পেনের রিয়াল বেটিস ৩-২ গোলে হারাল লুডোগরেটসকে। এছাড়া নেদারল্যান্ডসের ফাইনর্ড স্টার্মের বিরুদ্ধে হাফ ডজন গোলে নিজেদের ম্যাচ জেতে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours