চতুর্থ স্থানে নামলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য ইনিংসের সৌজন্যে তৃতীয় স্থানে উঠে এলেন সূর্যকুমার যাদব। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারত হারলেও ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্য।



এশিয়া কাপে খারাপ ফর্মে ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)। আইসিসি টি ২০ ব্যাটারদের ক্রমতালিকায় (ICC T20I Rankings) এ বার চতুর্থ স্থানে নেমে গেলেন বাবর। তাঁকে ছাপিয়ে তৃতীয় স্থানে উঠলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। এ বছর ভারতীয় ব্যাটারদের মধ্যে স্বপ্নের ফর্মে রয়েছেন সূর্য। কিছুদিন আগে আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানেও উঠে এসেছিলেন সূর্য। তার পর চতুর্থ স্থানে নামলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য ইনিংসের সৌজন্যে তৃতীয় স্থানে উঠে এলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারত হারলেও ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্য। টি ২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন পাকিস্তান ওপেনার মহম্মদ রিজওয়ান। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম।


মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৮ রানের বিরাট স্কোর গড়ে ভারত। সূর্যর ৪৬, লোকেশ রাহুলের অর্ধশতরানের ইনিংস ছাপিয়ে অনবদ্য ব্যাটিং হার্দিক পান্ডিয়ার। অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ব়্যাঙ্কিংয়েও তার সুফল পেলেন হার্দিক। ব্যাটারদের ক্রমতালিকায় ২২ ধাপ উন্নতি হল তাঁর। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। এ বছর অনবদ্য ছন্দে রয়েছেন। মোহালিতে রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের উইকেট নেন জশ হ্যাজলউড। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে থাকলেও ২ ধাপ নেমেছেন ভুবনেশ্বর কুমার (নবম)। ২৪ ধাপ উন্নতি হয়েছে বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেলের। ৩৩ নম্বরে রয়েছেন তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours