দেশে ফের বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ (Daily Case)। একইসঙ্গে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২১৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের।

দেশের করোনা আপডেট: দেশজুড়ে করোনার (Corona) প্রকোপ কমতে থাকলেও এখনও সতর্ক থাকার পরামর্শই দিচ্ছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো একান্ত পালনীয় কোভিড বিধি মেনে চললার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যাবতীয় বিধি মেনে চললেই করোনাকে জয় করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৯৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৪ লক্ষ ৪৯ হাজার ৭২৬। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ১৬৮। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১। দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন, ৯ হাজার ৬৫১। সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ৩৮ হাজার ৬৫ হাজার ০১৬। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৬ হাজার ৭৭৫। দৈনিক পজিটিভিটি রেট ১.৯৮ শতাংশ। 
রাজ্যের করোনা আপডেট: গোটা দেশের পাশাপাশি সামান্য বেড়েছে বাংলার কোভিড গ্রাফও (West Bengal Corona)। রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের (২ সেপ্টেম্বর) করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০০-র গণ্ডি পেরিয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে হল ২১,০৭, ৫১৪ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ২৫৪ জনের। মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২১,৪৭০ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে হল ২১,০৭, ৫১৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন মোট ২০, ৮৩,৬৮৪ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours