এশিয়া কাপ সহ ফখর জামানের লাগাতার ব্যর্থতায় বাদ দেওয়া হল। ২০২২'এ সাতটি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৯৬ রান করেছেন ফখর। রাখা হয়েছে তরুণ ব্যাটসম্যান হায়দার আলিকে। প্রথম বার পাকিস্তান টি ২০ দলে ডাক পেলেন শান মাসুদ।


 টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। চোটের জন্য এশিয়া কাপে ছিলেন না বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। বিশ্বকাপের স্কোয়াডে রাখা হল তাঁকে। এশিয়া কাপে ধারাবাহিক ব্যর্থতার জেরে মূল স্কোয়াডে জায়গা হল না ফখর জামানের। রিজার্ভে রাখা হয়েছে তাঁকে। এ বারের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছিল পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও শেষ অবধি ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধেই অভিযান শুরু করবে পাকিস্তান। বাবর আজমের (Babar Azam) নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি পেসার শাহনওয়াজ দাহানির। চমক শান মাসুদ।

ডান হাঁটুর লিগামেন্টে চোটের জন্য এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। তাঁর অন্তত এক-দেড় মাস বিশ্রামের প্রয়োজন ছিল। জুলাইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট লাগে তাঁর। শাহিনের অনুপস্থিতিতে পাকিস্তানের বাকি পেসাররা অবশ্য ভালো পারফর্ম করেছেন। ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে শান মাসুদকে। এত দিন টেস্টের জন্যই বিবেচনা করা হত তাঁকে। প্রথম বার পাকিস্তান টি ২০ দলে ডাক পেলেন শান মাসুদ। এশিয়া কাপ সহ ফখর জামানের লাগাতার ব্যর্থতায় বাদ দেওয়া হল। ২০২২’এ সাতটি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৯৬ রান করেছেন ফখর। রাখা হয়েছে তরুণ ব্যাটসম্যান হায়দার আলিকে।

দেশের হয়ে ২১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হায়দার। এশিয়া কাপে তবু খেলানো হয়নি তাঁকে। ২১ ম্যাচে ৩ টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন হায়দার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান মহম্মদ ওয়াসিম বলেন, ‘আমরা চেষ্টা করেছি গত টি-২০ বিশ্বকাপের স্কোয়াডই ধরে রাখার। গত ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৯টিই জিতেছি।’

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনেইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির। রিজার্ভ: ফখর জামান, মহম্মদ হ্যারিস, শাহনওয়াজ দাহানি
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours