লেজেন্ডস ক্রিকেট লিগে ফের নেতৃত্ব দিতে দেখা যাবে বীরেন্দ্র সহবাগ (Virendra Shewag) ও গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। এক সময় ভারতীয় ক্রিকেটে দীর্ঘ সময়ে ওপেনিং পার্টনার হিসেবে একে অপরের সঙ্গে খেলেছেন। জাতীয় দলেও (National Cricket Team) নেতৃত্ব দিয়েছেন। এমনকী আইপিএলেও অধিনায়ক (Captain) হিসেবে দেখা গিয়েছে ২ জনকে। এবার আরও একবার নেতৃত্বের ব্যাটন তাঁদের কাঁধে। উল্লেখ্য, আর ২ সপ্তাহ পরেই প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হতে চলেছে।

কে কোন দলের অধিনায়ক?

বীরেন্দ্র সহবাগ লেজেন্ডস ক্রিকেট লিগে গুজরাত জায়ান্টসের অধিনায়ক হিসেবে খেলতে নামবেন। অন্যদিকে গৌতম গম্ভীর ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। উল্লেখ্য, আদানি গ্রুপের মালিকাধীন গুজরাত জায়ান্টস, অন্যদিকে জিএমআর স্পোর্টসলাইনের মালিকাধীন ইন্ডিয়া ক্যাপিটালস।
দীর্ঘদিন পরে মাঠে ফের প্রসঙ্গে সহবাগ বলেন, ''আমি আবার ক্রিকেট মাঠে ফিরে আসতে পেরে উত্তেজিত। আদানি গ্রুপ এবং গুজরাট জায়ান্টস-এর মতো একটি পেশাদার সংস্থার দলের ক্যাপ্টেন হিসেবে নিজের ক্রিকেট ইনিংস ফের শুরু করা দারুণ বিষয়। আমি ব্যক্তিগতভাবে সবসময় নির্ভীক ক্রিকেট খেলায় বিশ্বাসী এবং এখানেও আমি একই স্টাইল চালিয়ে যাব।''

অন্যদিকে, ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক গৌতম গম্ভীর বলেন, ''আমি সবসময় বিশ্বাস করি যে ক্রিকেট একটি দলের খেলা এবং একজন অধিনায়ক ততটাই ভাল, যতটা তাঁর দল ভাল। ইন্ডিয়া ক্যাপিটালসের নেতৃত্ব দেওয়ার সময় আমি উৎসাহে পূর্ণ একটি দল গড়ার দিকে মনোনিবেশ করব।''
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours