দক্ষিণ ২৪ পরগনা থেকে ভাঙা হাত নিয়েই এক মহিলা উপস্থিত হয়েছেন এদিনের মিছিলে। তিনি বলেন, ‘আমি এই পার্টিকে ভালবাসি। এই পার্টির জন্য জীবন দিতে চাই। রক্ত দিতে চাই। রাস্তা দিয়ে যদি চলার অল্প ক্ষমতাও থাকে আমি আসব।’

শিয়ালদায় লালের মেলা
শিয়ালদহ-হাওড়া থেকে সিপিএম নেতা-কর্মীরা ধর্মতলার উদ্দেশে জড়ো হতে শুরু করেছেন। ইতিমধ্যে প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করেছে ওয়াই চ্যানেলে।

ময়ূখ বিশ্বাসের নেতৃত্বে মিছিল
কামদুনি থেকে শুরু করে পার্কস্ট্রিট কেউ সুবিচার পাননি। অপরদিকে ইনসাফ পাননি নিয়োগ প্রার্থীরা। তাঁরা এতদিন ধরে বসে রয়েছেন। নিয়োগপত্র হাতে পাননি। যাও নিয়োগপত্র তাঁরা হাতে পাচ্ছেন তাও আবার ভুয়ো। সেই সকল ইনসাফের জন্যই আমরা আজ বিক্ষোভে নেমেছি: ময়ূখ বিশ্বাস

20 Sep 2022 12:30 PM (IST)
পার্ক স্ট্রিট থেকে মিছিল
পার্কস্ট্রিট থেকে বিশাল মিছিল করে ধর্মতলার দিকে রওনা ডিওয়াইএফআই কর্মীদের।

কলকাতা: মঙ্গলবার ইনসাফ সভা বামেদের। আনিস খান, মৈইদুল মিদ্দা, সুদীপ্ত গুপ্ত, স্বপন কোলে ও সাইফুদ্দিনের বিচার চেয়ে পথে সিপিএম-এর ছাত্র-যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। ধর্মতলার ওয়াই চ্যানেলে এই সভার আয়োজন করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে জোরদার আন্দোলনে বাম ছাত্র-যুবরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours