দেশের বিভিন্ন জায়গায় গাঁজা এবং মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা প্রায়শই ঘটছে।এবার গাঁজা উদ্ধার হল জলপাইগুড়ি থেকে।

শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিস আধিকারিকরা একটি অপরেশন চালান।তাতেই ভিনদেশি একটি লরি থেকে গাঁজা উদ্ধার হয়।জলপাইগুড়ি শহর সংলগ্ন জাতীয় সড়কের ৩১ নং ওয়ার্ডের হাইরোডে একটি মাল বোঝাই লরি পুলিসের স্পেশাল অফিসাররা আটক করেন। লরিটির ভিতরে একটি গুপ্ত খুপরির মধ্যে ২০০ কেজি গাঁজা লুকিয়ে পাচার করা হচ্ছিল।যার আনুমানিক বাজারদর প্রায় দুই কোটি টাকা। 

তিনজনকে গ্রেফতার করে পুলিস।তারা হল হৃষি কুমার(২৫),সুমন মণ্ডল(১৯),অরণ্যজেব আলম(১৯)।ওই তিনজনই বিহারের বাসিন্দা।

পুলিশি তদন্তে জানা যায়, ধৃতরা গাঁজা পাচারের চেষ্টা করছিল। ত্রিপুরা থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। আরও জানা গেছে,ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। এই মামলাতেই তাদের রবিবার জলপাইগুড়ি বিশেষ আদালতে তোলা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours