Realme C33 ভারতে লঞ্চ হল 8,999 টাকায়। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং পারফরম্যান্সের জন্য Unisoc T612 প্রসেসর।


Realme C33 Launch News: রিয়েলমি ভারতে ফের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল। সেই Realme C33 নিয়ে আসা হয়েছে বাজেট সেগমেন্টে। ফোনটির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং পারফরম্যান্সের জন্য Unisoc T612 প্রসেসর। কম দামের নতুন রিয়েলমি স্মার্টফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Realme C33: দাম ও উপলব্ধতা

Realme C33 ভারতে নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এর 3GB RAM + 32GB স্টোরেজ মডেলের দাম 8,999 টাকা এবং 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। 12 সেপ্টেম্বর থেকে সেলে হাজির হবে ফোনটি। ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে Realme C33 ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি- অ্যাকোয়া ব্লু, নাইট সি এবং স্যান্ডি গোল্ড।

Realme C33: স্পেসিফিকেশন ও ফিচার

Realme C33 ফোনে রয়েছে 6.5 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজ়োলিউশন 720 X 1600 পিক্সেলস। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে Unisoc T612 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত র‌্যাম এবং 64GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এই স্টোরেজ আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। বেশ বড় 5000mAh ব্যাটারিও রয়েছে ফোনটিতে।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে Realme C33-এ। তার প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি প্রোট্রেইট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। Realme C33 ফোনের ক্যামেরা নতুন CHDR অ্যালগোরিদম সাপোর্ট করবে, যা যা হাইলাইট দমন বাড়ায় এবং এই ক্যামেরা থেকে পরিষ্কার ব্যাকলিট ফটো অফার করে।
কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি মাইক্রো USB পোর্ট। এছাড়া বায়োমেট্রিক সিকিওরিটির জন্য Realme C33 ফোনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours