তাঁকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেখানেই স্ত্রী এবং শিশুসন্তানকে নিয়ে আত্মসমর্পণ করার ঘোষণা করেন কৈলাস।

মূলস্রোতে ফেরায় শামিল। আত্মসমর্পণ করে জানিয়ে দিলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (Kamtapur Liberation Organisation) নেতা কৈলাস কোচ (Kailash Koch)। বৃহস্পতিবার বিকেলে তাঁকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (West Bengal DG Manoj Malviya)। সেখানেই স্ত্রী এবং শিশুসন্তানকে নিয়ে আত্মসমর্পণ করার ঘোষণা করেন কৈলাস।

আত্মসমর্পণ করলেন KLO নেতা কৈলাস কোচ

বৃহস্পতিবার ভবানীভবনে সাংবাদিক বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি মালব্য। তিনি বলেন, ‘‘আজ খুব বড় দিন। আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা উনি। স্ত্রীর সঙ্গে নিজে এসে আত্মসমর্পণ করেছেন। সমর্পণ করেছেন হাতে থাকা একে ৪৭ অস্ত্র।’’

এর পর নিজের সিদ্ধান্তের কথা জানান কৈলাস। তিনি বলেন, ‘‘আমি কৈলাস কোচ। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এসেছি। মাননীয়া মুখ্যমন্ত্রী কামতাপুরবাসীর উন্নয়নে যে পদক্ষেপ করেছেন, সেই ধারাকে অব্যাহত রেখে, ওঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমি এবং আমার স্ত্রী সাধারণ জীবনে ফেরার জন্য, সমাজের মূলস্রোতে ফিরে এলাম। আজ আত্মসমর্পণ করলাম আমরা।’’

কৈলাস আরও বলেন, ‘‘সুদীর্ঘ ১৬ বছর সশস্ত্র আন্দোলন করলাম। বুঝতে পেরেছি, হিংসার মধ্যে কামতাপুরবাসীর কোনও উন্নয়ন সম্ভব নয়, হবে না। তাই যে সব ভাইবোন এবং বন্ধুরা জঙ্গলে অস্ত্র ধরে আছে, তাদের আহ্বান করি যে তারা ফিরে আসুক। কামতাপুরবাসীর উন্নয়ন হোক। কেএলও-র উন্নয়নে আমার সঙ্গে যারা আছে, তারাও ফিরে আসবে। আপনাদের একটি ছবি দেওয়া হবে। তাতে যাঁরা আছেন, তাঁরাও খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবেন।’’

আরও অনেকে শীঘ্রই আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন কৈলাস

গত জুন মাসে উত্তরবঙ্গ সফরে যান মমতা। তার আগে ভিডিও বার্তা প্রকাশ করে তাঁকে হুমকি দিতে শোনা গিয়েছিল কেএলও প্রধান জীবন সিংহকে। জীবনের হুঁশিয়ারি ছিল, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কোচ-কামতাপুরে পা ফেলবেন না। কোচ-কামতাপুর গঠনের বিরোধিতা করতে পারবেন না। জোর করে কিছু করতে এলে ভয়ঙ্কর পরিণতি হবে। লক্ষ লক্ষ মানুষের জীবন উৎসর্গ করে রক্তের বন্যা বইয়ে দেব।’’

তার পরি আলিপুরদুয়ারে গিয়ে কেএলও প্রধানকে কড়া বার্তা দিয়ে এসেছিলেন মমতা। জানিয়েছিলেন, বন্দুকের নল দেখে ভয় পান না তিনি। মমতা বলেন, ‘‘রক্ত দিতে তৈরি আমি। কিন্তু বাংলাকে ভাগ হতে দেব না।’’ তার আগে, এ বছরের গোড়াতেই কৈলাসকে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়।  
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours