এতদিন যাঁকে নকল করে তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তাঁর গ্রেফতারি প্রসঙ্গে টিভি৯ বাংলা ডিজিটালকে জানালেন, 'আইন আইনের কাজ করবে। নিজের পথেই চলবে।'

একসময় তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নকল করে ‘লাইম লাইটে’ এসেছিলেন তিনি। তাঁর কন্টেন্ট মুখে হাসি ফোটায় প্রচুর মানুষের মুখে। বয়ে যায় লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা। তিনি মিমিক্রি আর্টিস্ট তথা ইউটিউবার সাজিদ খান। এতদিন যাঁকে নকল করে তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তাঁর গ্রেফতারি প্রসঙ্গে টিভি৯ বাংলা ডিজিটালকে জানালেন, ‘আইন আইনের কাজ করবে। নিজের পথেই চলবে।’

এ দিন সাজিদ বলেন, ‘আমি বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাদের নিয়ে কন্টেন্ট তৈরি করেছি। তারপর মধ্যে অনুব্রত মণ্ডল যেমন রয়েছেন তেমন রয়েছেন মিঠুন চক্রবর্তী, অর্ণব গোস্বামী, শতরূপ ঘোষ। তবে অনুব্রতবাবুকে নিয়ে মানুষ দেখতে বেশি পছন্দ করতেন। এটা একটা ট্রেন্ড ছিল। তবে দু’একছর আগে তো আমি জানতাম না এই ধরনের কোনও ঘটনা রয়েছে এর পিছনে। আমি মানুষের জন্য কাজ করেছি। মানুষকে হাসানোর জন্য চেষ্টা করেছি মাত্র।’

এরপর তিনি জানান, ‘গোটা বিষয়টি বিচারাধীন। আমি তো রাজনীতিবিদ নই। অভিনয় করি। মিমিক্রি করি। তাই আইন আইনের পথেই চলবে।’

বস্তুত, বাংলার সাম্প্রতিক রাজনীতিতে সর্বাধিক চর্চিত নেতার তালিকায় অনুব্রত মণ্ডলের নাম রয়েছে। বীরভূমের হাটশেরান্দি গ্রামের ছেলে অনুব্রত। প্রথম জীবনে আর্থিক ভাবে সচ্ছ্বল ছিলেন না বলেই জানা যায়। ২০১১ পর বাংলার রাজনীতিতে তাঁর নাম উল্লেখযোগ্যভাবে উঠে আসে। কখনও চড়াম-চড়াম ঢাকের বোল, কখনও বা গুড় বাতাসার নিদান কখনও আবার খেলা হবে। অনুব্রতর এমন ডায়ালগ বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours