কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, দ্রব্যমূল্যবৃদ্ধি, বিলকিস বানো মামলায় ধর্ষকদের মুক্তির প্রতিবাদ, একগুচ্ছ ইস্যুতে, বৃহস্পতিবার পথে নাম মহিলা তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigation Agency) বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে রান্নার গ্যাসের (Cooking Gas) দামবৃদ্ধির প্রতিবাদে আজ, নামল মহিলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিল।

পথে নামল তৃণমূল: গরুপাচার (Cow Smuggling Case) মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির (Central Investigation Agency) নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নেমেছিল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, দ্রব্যমূল্যবৃদ্ধি, বিলকিস বানো মামলায় ধর্ষকদের মুক্তির প্রতিবাদ, একগুচ্ছ ইস্যুতে, বৃহস্পতিবার পথে নাম মহিলা তৃণমূল কংগ্রেস। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিলে অংশ নেন রাজ্যের একাধিক মন্ত্রী, তৃণমূল সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। মিছিলে অংশ নেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, অপরূপা পোদ্দার, মালা রায়, রত্না চট্টোপাধ্যায়রা। এদিন রাজ্যের নারী-শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তোলেন, “কেন ছাড়া হল? কেন জেলে থাকল না? ধর্ষণকে সমর্থন করছে কেন্দ্র।’’ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সংস্থাগুলিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদ করছি। একই অভিযোগে অভিযুক্ত অন্যদের গায়ে আঁচড় লাগছে না। তাঁরা বিজেপির অনুগত, তাই এই অবস্থা। বিলকিস বানো মামলায় ধর্ষক ক্লিনচিট দেওয়া মানে হাত ক্লিন হয়ে গেল, এরকম ভাবার কারণ নেই। এই পদক্ষেপ বিশ্বের কাছে আমাদের লজ্জায় ফেলছে।''

সিজিও কমপ্লেক্সে বিক্ষোভচলতি সপ্তাহেই ED, CBI-এর বিরুদ্ধে স্লোগান তুলে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখায় তৃণমূলের সোশাল মিডিয়া সেলের কর্মীরা। দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বিরোধীরা যেদিন রাস্তা কাঁপাল, সেদিনই কয়েকজনকে ED, CBI-এর বিরুদ্ধে স্লোগান তুলে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখাতে দেখা যায়। বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা তৃণমূলের সোশাল মিডিয়া সেলের কর্মী। কেন্দ্রীয় সরকার ED, CBI-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। এই অভিযোগ তুলে চলতি সপ্তাহে দুপুর দেড়টা নাগাদ প্রায় চল্লিশজন সল্টলেকের CGO কমপ্লেক্স চত্বরে ঢুকে পড়েন। CGO কমপ্লেক্সেই রয়েছে ED ও CBI-এর আঞ্চলিক অফিস। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। জওয়ানরা বাধা দিতেই শুরু হয় বচসা। তা হাতাহাতিতে গড়ায়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের CGO কমপ্লেক্সের বাইরে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours