আজ টেবল টেনিস, ব্যাডমিন্টন ও হকিতে ভারতের সোনার পদক প্রাপ্তির সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন অ্যাকশন প্যাকড সানডে-তে ভারতের জয়-হারের খতিয়ান।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দশম দিনে, রবিবার ভারতে এসেছে মোট ১৫টি পদক। যার ফলে সব মিলিয়ে ভারতের (India) ঝুলিতে এখনও অবধি এ বারের কমনওয়েলথ গেমস থেকে এসেছে মোট ৫৫টি পদক। রবিবারের আগে অবধি ভারতে এসেছিল ৪০টি পদক। তাই নিঃসন্দেহে বলা চলে চলতি কমনওয়েলথের ১০ নম্বর দিন ভারতের ঝুলি আরও কিছুটা ভরেছে। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন, তবে এ বারের কমনওয়েলথ গেমসের আজই শেষ দিন। আজ ভারতের সামনে সুযোগ রয়েছে বেশ কয়েকটি পদক জেতার। আজ টেবল টেনিস, ব্যাডমিন্টন ও হকিতে ভারতের সোনার পদক প্রাপ্তির সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন অ্যাকশন প্যাকড সানডে-তে ভারতের জয়-হারের খতিয়ান।

দশম দিনে ভারতের সাফল্য-ব্যর্থতার খতিয়ান —
১) হকি

ব্রোঞ্জ ভারতের

আম্পায়ারের ভুলে সোনার পদক জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল সবিতা পুনিয়াদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিতর্কিত সেমিফাইনালকে পিছনে ফেলে দশম দিনে ব্রোঞ্জ পদকের ম্যাচে জিতলেন ভারতের মেয়েরা। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। টানটান পেনাল্টি শুটআউটে নিউজিল্যান্ডকে ২-১ হারিয়ে ব্রোঞ্জ ভারতের।

২) স্কোয়াশ

ব্রোঞ্জ জুটল সৌরভ-দীপিকা জুটির

দশম দিনে স্কোয়াশ থেকে ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। কমনওয়েলথে স্কোয়াশ মিক্সড ডাবলস ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের দীপিকা পাল্লিকাল-সৌরভ ঘোষাল জুটির প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার ডোনা লোবান-ক্যামেরন পিলি। ১১-৮, ১১-৪ ব্যবধানে ডোনা-ক্যামেরন জুটিকে হারাল দীপিকা-সৌরভ জুটি।

৩) টেবল টেনিস

শরথ-সৃজার সোনা

টেবল টেনিস মিক্সড ডাবলসে সোনা শরথকমল-সৃজা আকুলা জুটির। ফাইনালে মালয়েশিয়ার জাভেন চুং ও কারেন লিন জুটিকে ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে হারান শরথরা। এই প্রথম টেবল টেনিস মিক্সড ডাবলসে সোনা জিতল ভারত।

পুরুষদের ডাবলসে রুপো শরথকমল-সাথিয়ান জুটির

টেবল টেনিসে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন জুটির প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডের পল ড্রিঙ্কারহল-লিয়াম পিচফোর্ড জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও ৩-২ ব্যবধানে হার শরথকমল-সাথিয়ানের। ভারতের পুরুষ ডাবলস জুটি শরথকমল-সাথিয়ান ১১-৮, ৮-১১, ৩-১১, ১১-৭, ৪-১১ হারল ইংল্যান্ডের জুটির কাছে।

ফাইনালে শরথকমল

টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ইংল্যান্ডের পল ড্রিঙ্কারহলকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভারতের অচিন্ত্য শরথকমল। ম্যাচের ফল ১১-৮, ১১-৮, ৮-১১, ১১-৭, ৯-১১, ১১-৮ শরথকমলের পক্ষে।

সেমিতে হার সাথিয়ানের

টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডের কাছে ৪-১ ব্যবধানে হারলেন সাথিয়ান গণশেখরন। তবে সাথিয়ানের কাছে ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে। ইংল্য়ান্ডের পল ড্রিঙ্কারহলের বিরুদ্ধে আজ তিনি নামবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।

ব্রোঞ্জ পদক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়েও হার সৃজার

মহিলাদের সিঙ্গলসের ব্রোঞ্জ পদক ম্যাচে অস্ট্রেলিয়ার ইয়াংজি লিউয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন ভারতের সৃজা আকুলা। তবে ৭ গেমের ম্য়াচে শেষ অবধি জিতে নেন ইয়াংজি। ৪-৩ ব্যবধানে হারলেন সৃজা। ম্যাচের ফল ৩-১১, ১১-৬, ১১-২, ৭-১১, ১৫-১৩, ৯-১১, ১১-৭ অজি প্যাডলারের পক্ষে।

৪) ব্যাডমিন্টন

ত্রিশা-গায়ত্রীদের ব্রোঞ্জ

অস্ট্রেলিয়াকে হারিয়ে মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতল গায়ত্রী গোপীচাঁদ-ত্রিশা জলি জুটি। অজি জুটিকে ২১-১৫, ২১-১৮ ব্যবধানে হারিয়েছে তারা। টিনএজার জুটি সাফল্যে উচ্ছ্বসিত ব্যাডমিন্টন প্রেমীরা।

ব্রোঞ্জ শ্রীকান্তের

ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতলেন কিদাম্বি শ্রীকান্ত। ২১-১৫, ২১-১৮ স্ট্রেট গেমে সিঙ্গাপুরের জিয়া হেং তেহ-কে হারিয়ে ব্রোঞ্জ পেলেন শ্রীকান্ত।

ফাইনালে লক্ষ্য সেন

পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছ 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours