গল্পটি লিখেছিলেন রুপা রাও। এবং তিনি গল্পটি লিখেছিলেন সিরিজ়ে তৈরি হওয়ার ১০ বছর আগে।

বলা হচ্ছে, এটিই নাকি দেশের প্রথম লেসবিয়ান গল্প নির্ভর ওয়েব সিরিজ়। একটি মেয়ের সঙ্গে অন্য একটি মেয়ের আলাপ ও তাঁদের মধ্যে বাড়ন্ত প্রেম নিয়ে সিরিজ়ের চিত্রনাট্য। সিরিজ়ের নাম ‘দ্য আদর লাভ স্টোরি’। এই সিরিজ় এমন একটি সময় তৈরি হয়েছিল যখন লেসবিয়ান ও গে যুগলদের (পড়ুন সমকামী যুগল) লড়াই অনেকটা কঠিন ছিল এই সমাজে। তখনও সেকশন ৩৭৭ মান্যতা পায়নি সেই অর্থে। সুতরাং, ‘দ্য আদর লাভ স্টোরি’ এমন সময় মুক্তি পেয়েছিল, যে সময় সমকামী প্রেমকে অপরাধের চোখে দেখা হত। ২০১৬ সালে মুক্তি পায় ‘দ্য আদর লাভ স্টোরি’। সমকামীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গী পাল্টাতে তৈরি করা হয়েছিল এই সিরিজ়। ৯০-এর দশকের দুই লেসবিয়ানের গল্পকে তুলে ধরা হয়েছিল সেখানে। গল্পটি লিখেছিলেন রুপা রাও। এবং তিনি গল্পটি লিখেছিলেন সিরিজ়ে তৈরি হওয়ার ১০ বছর আগে।


দ্য আদর লাভ স্টোরি’র গল্পটি বেঙ্গালুরুর। যেখানে লেসবিয়ান প্রেমকে আলমারি বন্দি করে রাখা হত একটা সময়। পরের এপিসোডগুলিতে আঁচল ও আধ্যার পরিবারের সঙ্গে তাদের সমস্যা তৈরি হয় এই সম্পর্ককে ঘিরে। কিন্তু শেষটা ‘হ্যাপি এন্ডিং’ রেখেছেন নির্মাতারা। কেবল তাই নয়, নিউ ইয়র্ক ওয়েব ফেস্টে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছিলেন রুপা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours