ভিড় সামলাতে হিমশিম অবস্থা মেট্রো কর্তৃপক্ষের। যাত্রীর কমল অটোর।
প্রথমে দিনেই আয় ৩ লক্ষেরও বেশি! শিয়ালদহ থেকে মেট্রোয় উঠলেন ১২ হাজার ৭০০ জন যাত্রী। আর সেক্টর ৫ থেকে? ৩১ হাজার।

ব্য়বধান মাত্র ২ দিনের। সোমবার হাওড়া ময়দান থেকেই ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হয়ে গেল শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা। উচ্ছ্বসিত যাত্রীরা।
ঘড়িতে তখন ৬টা ৫৫ মিনিট। এদিন ভোরে শিয়ালদহ থেকে সেক্টর ৫-র উদ্দেশ্য রওনা দেয় প্রথম মেট্রো। তার বহু আগে থেকে অবশ্য স্টেশনে বাইরে ভিড় জমে যায়। গেট খুলতেই টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন! ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় মেট্রো কর্তৃপক্ষকে।
এদিকে শিয়ালদহ থেকে মেট্রো চলাচল শুরু হতেই মাথায় হাত অটো চালকদের। শিয়ালদহ থেকে মোট আটটি রুটে অটো চলে। চালকদের দাবি, মেট্রো চালু হওয়ার পর আর কেউ ব্রেক জার্নি করে সেক্টর ফাইভ যেতে চাইছে না। রাতারাতি উধাও ৩০ শতাংশ যাত্রী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours