এবার ভরসন্ধ্যায় জগদ্দলে চলল গুলি। রুস্তম কুন্ডি এলাকায় গুলিতে আহত হন রমজান আলি নামে এক যুবক। তাঁকে গুরুতর জখম অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়।

 রমজান তাঁর বন্ধুদের সঙ্গে রাস্তায় বসেছিলেন। হঠাৎ কয়েকজন যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তাঁর গলার নিচে। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিস। তবে ঠিক কী কারণে গুলি, তা পরিষ্কার নয়।

এ ব্যাপারে ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু ঘটনাটি ঘটেছে জগদ্দল এলাকায়, যা তাঁর বিধানসভা এলাকার মধ্যে পড়ে না। ফলে এ ব্যাপারে তিনি বিশদে কিছু জানাতে পারেননি। তিনি শুধু এটুকুই দাবি করেছেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, প্রশাসনকে বলব, আততায়ীকে গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নিতে।

উল্লেখ্য, বারাকপুর শিল্পাঞ্চলে একের পর জায়গা থেকে বোমা এবং অস্ত্রশস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা দেখা গিয়েছে। কিন্তু তারপরেও একেবারে বাড়ির সামনে এসে একজনকে গুলি করে দুষ্কৃতীরা চলে গেল কী করে? এই প্রশ্নই এখন এলাকাবাসীকে ভাবাচ্ছে।

যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, প্রশাসন প্রতিটি ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ নিচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours