বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবে। পরদিনই, শুক্রবার (২২ জুলাই) মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সিদ্ধান্তের সমালোচনা করলেন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের যৌথ প্রার্থী মার্গারেট আলভা।
 নির্বাচন ‘অহং বা ক্রোধের সময় নয়’, এদিন একটি টুইট করে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি এই বার্তাই দিয়েছেন। টুইটে আলভা বলেছেন, ‘তৃণমূল কংগ্রেসের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক। এটা, কী হলে কী হত সেই প্রশ্ন করার, অহং দেখানোর বা ক্রোধ প্রকাশের সময় নয়। এটা সাহস, নেতৃত্ব এবং ঐক্যের সময়। আমি বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সাহসের প্রতীক, বিরোধীদের সঙ্গেই দাঁড়াবেন।’

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours