সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা রীতিমতো ফুঁসছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, একরত্তি শিশুকন্যাকে। হাত-পা দড়ি দিয়ে বাধা। চড়া রোদে ওই অবস্থায় সে ছাদে পড়ে রয়েছে। কেউ সোশ্যাল মিডিয়া ওই ভিডিয়ো পোস্ট করে।ভিডিয়োটি দিল্লি পুলিশের নজরে পড়ে। ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে পুলিশ অনুমান করে ঘটনাটি কারওয়াল নগরের। দিল্লি পুলিশের একটি দল সেখানে পৌঁছয়। এলাকার বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলে। কিন্তু এলাকাবাসী দিল্লি পুলিশকে এই ব্য়াপারে কোনও তথ্য দিতে পারেনি। কার্যত হতাশ হয়ে তারা ফিরে যায়।

পরে তাদের সঙ্গে এক ব্যক্তি যোগাযোগ করে জানান, ভিডিয়োটি খাজুরি খস এলাকার এবং তিনি ওই এলাকার বাসিন্দার। কোন বাড়িতে এই ঘটনা ঘটেছে, দিল্লি পুলিশকে ওই ব্যক্তি সেটাও জানান। দিল্লি পুলিশ খাজুরি খস এলাকায় গিয়ে বাড়িটির হদিশ পায় এবং মহিলার সঙ্গে যোগাযোগ করে। অভিযোগের কথা স্বীকারও করে নিয়েছে শিশুকন্যার মা। কেন তিনি এই শাস্তি দিয়েছেন, সেটাও ওই মহিলা পুলিশে জানিয়েছেন। মহিলার বয়ান অনুযায়ী, শিশুকন্যা স্কুলের দেওয়া হোমওয়ার্ক করতে অস্বীকার করে। বেশ কয়েকবার তাকে হোমওয়ার্ক করার কথা বলা হয়। কিন্তু মায়ের অনুরোধে সে সাড়া দিতে অস্বীকার করে। তাই, অবাধ্য মেয়েকে শিক্ষা দিতে মা দড়ি দিয়ে হাত-পা বেঁধে ছাদে ফেলে রাখার সিদ্ধান্ত নেন। মহিলা পুলিশকে জানিয়েছে, খুব বেশিক্ষণ শিশুটিকে সে ওই অবস্থায় রাখেনি। মাত্র পাঁচ থেকে সাত মিনিট।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours