Subscribe to:
Post Comments (Atom)
যাঁকে নিয়ে এই হাজার বিতর্ক, এই মুহুর্তের খবর অনুযায়ী শরীর একেবারেই ভালো নেই তাঁর।বুকে ব্যথা কমছেই না কেষ্ট দার। করা হবে সিটি অ্যাঞ্জিও। তার জন্য উডবার্ন থেকে বেশ কয়েক দিন বাদে বেরোলেন তৃণমূল নেতা। বেরিয়েই উঠলেন অ্যাম্বুলেন্সে।নিয়ে যাওয়া হচ্ছে রামরিক হাসপাতালে।
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বার চারেক হাজিরা এড়িয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। তবে গত বারে তিনি জানিয়েছিলেন মুখোমুখি বসবেন। সেই মতো বোলপুর থেকে আসেন কলকাতা। হাজিরার সকালে নিজাম প্যালেসের উদ্দেশ্যে গাড়ি বেরোলেও পৌঁছায় নি, উল্টে মাঝ রাস্তা থেকে ঘুরে গাড়ি যায় SSKM। সেদিন থেকেই ভর্তি তিনি।
Post A Comment:
0 comments so far,add yours