পরপর বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। ঠিক সামনে দিয়েই এক সদ্যোজ্যাতকে বুকে আগলে রেখে দৌড়ে বেরিয়ে আসছেন এক পুলিশ কনস্টেবল।

রাজস্থানে হিংসার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এমনই একটি ছবি।

সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছেন ওই কনস্টেবল নীত্রেশ শর্মা। তাঁর ছবি টুইট করে প্রশংসা করেছেন শামলির এসএসপি সুকীর্তি মাধব মিশ্র। তিনি বলেন, 'একটি অমূল্য জীবন বাঁচানোর রাজস্থান পুলিশের কনস্টেবল নীত্রেশ শর্মার প্রতি অত্যন্ত গর্ববোধ করছি।'

নীত্রেশের সাহসিকতার প্রশংসা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। নীত্রেশকে ফোন করেন তিনি। পদোন্নতিও হয়েছে নীত্রেশের। কনস্টেবল পদ থেকে তাঁকে হেড কনস্টেবল পদে বসানো হয়েছে। গত শনিবার থেকে য়ে হিংসা ছড়িয়েছিল। ছোড়া হয়েছিল পাথর।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবারও কার্ফু চলছে। গ্রেফতার করা হয়েছে ৪৬ জনকে। সাতজনকে আটক করা হয়েছে।

তারইমধ্যে হিংসার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন গেহলট। দ্রুত সেই হিংসার ঘটনায় পদক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়েছেন।গেহলট বলেন, 'রাজস্থানের সাম্প্রদায়িক হিংসার দায় নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেই ঘটনার নিন্দা করতে হবে। আইন-শৃঙ্খলা বজায় রাখা তাঁর দায়িত্ব। এই বিষয়টি দ্রুত সমাধানের তাঁকে আর্জি জানাচ্ছি।' সঙ্গে তিনি বলেন, 'যে কোনও ধর্মের ভালো জিনিস প্রচারের অধিকার আছে প্রত্যেকের। কিন্তু শোভাযাত্রায় ডিজে বাজিয়ে, স্লোগান তুলে অশান্তি ছড়ানো হয়েছে। ছড়ানো হয়েছে দাঙ্গা। তার জেরে নির্দোষ জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। যাঁরা দাঙ্গায় যুক্ত নন, তাঁরা প্রাণ হারাচ্ছেন।'

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours