সকাল সকাল ময়নাগুড়ির স্বাস্থ্যকেন্দ্রে (Mainaguri Snake) তুমুল হট্টগোল। দরজা খুলতেই স্বাস্থ্য কর্মীরা দেখেন ইয়া বড় একটা সাপ হেলতে দুলতে আউটডোরের দরজা দিয়ে ঘরে ঢুকছে। তার মুখে ধরা রয়েছে আস্ত একটা ব্যাঙ (Frog)। এমন দৃশ্য দেখেই শোরগোল শুরু হয়ে যায়।

সাপ (Mainaguri Snake) যেখান আছে সেই ঘরে স্বাস্থ্য কর্মীরা কেউ ঢুকতে চাননি। ফলে দরজায় ফের তালা দিয়ে দেওয়া হয়। রোগী দেখা লাটে ওঠে। সকাল সকাল টানা তিন ঘণ্টা চিকিত্‍সা পরিষেবা বন্ধ ছিল ওই স্বাস্থ্যকেন্দ্রে। ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে খবর দেওয়া হলে তড়িঘড়ি তিনি ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন একজন মহিলা স্নেক রেসকিউয়ার। দুজন মিলে খোঁজাখুঁজির পর সাপটিকে বের করেন চিকিত্‍সকের টেবিলের নীচ থেকে। তাকে উদ্ধার করে যথাযথ পরিবেশে ছেড়ে আসা হয়েছে। ঘটনার পর ময়নাগুড়ি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমনা সরকার জানান, সকাল সাড়ে দশটা নাগাদ দরজা খুলতে গিয়েই এই বিপত্তি। আমি দেখতে পাই একটা সাপ মুখে ব্যাঙ নিয়ে আউট ডোরের ভিতর ঢুকে গেল। সঙ্গে সঙ্গে আমরা তালা দিয়ে বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে আসেন রোগীরাও। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে। তিনি এসে সাপটিকে ধরলে হাসপাতালের পরিবেশ আবার স্বাভাবিক হয়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours