বাড়িতে বাড়িতে আর সিলেন্ডার নয় পাইপ লাইনের মাধ্যমে যাবে গ্যাস। কেন্দ্রীয় সরকারের এক প্রকল্পের দ্রুত রুপায়ণ হচ্ছে। যাতে লাভবান হবে রাজ্যবাসীরাই। মোবাইলে বুকিং করে দীর্ঘদিন সিলেন্ডারের জন্য অপেক্ষা করতে হবে না, জলের লাইনের মতোই পৌঁছে যাবে গ্যাস।এই বিষয়ে সাংবাদিকদের রাজ্যের পরিবহণমন্ত্রী জানিয়েছেন, 'কলকাতায় ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবারহের কাজ চালু হয়ে যাবে ২০২৪ সালের মধ্যে। এরপর কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে ওই ব্যবস্থা চালু করা হবে।'

মন্ত্রী জানিয়েছেন, 'গ্যাস পৌঁছে দেওয়ার জন্য আসানসোল, বর্ধমান হয়ে ডানকুনি পর্যন্ত পাইপ লাইনে এসে গিয়েছে। সেখান থেকে কলকাতায় ওই লাইন আনার কাজ চলছে। ইতিমধ্যেই ১১টি পেট্রোল পাম্পে গ্যাস সরবারহ চালু হয়ে গিয়েছে। এরপর তা বাড়ি বাড়ি পাঠানোর চেষ্টা চলছে।' হলদিয়া থেকে পারাদ্বীপ পর্যন্ত এই গ্যাসের লাইনের প্রকল্পের কাজ চলছে। যার অনেকটাই সম্পূর্ণ হয়েছে রাজ্যে। বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার ওই কাজে হাত দিয়েছে বেঙ্গল গ্যাস কর্পোরেশন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা গেইল ও গ্রেটার গ্যাস কর্পোরেশন মিলে তৈরি হয়েছে বেঙ্গল গ্যাস কর্পোরেশন। যারা বাংলায় পাইপলাইন বসানোর কাজ করছে। কলকাতার মুকুন্দুপুর বাইপাস থেকে বজবজ পর্যন্ত গ্যাস পাইপ লাইন বসবে। ওই লাইন ছুঁয়ে যাবে যাদবপুর ও টালিগঞ্জকে। সেই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours