প্রায় দু'বছর পর গত বুধবার বাচ্চাদের স্কুল চালু হয়েছে রাজ্যে। পরিকাঠামো খতিয়ে দেখতে স্কুলে ঝটিকা-সফরে গিয়ে খুদেদের নিজেই পড়াতে লেগে গেলেন ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)। শনিবার এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার নামখানার দেবনগর মোক্ষদা দিন্দা হাই স্কুলে। তবে শুধু খুদেদেরই নয়, ওই স্কুলের একাদশ শ্রেণির কলা বিভাগের পড়ুয়াদের রাষ্ট্রবিজ্ঞানও পড়াতে দেখা যায় বিডিও শান্তনু সিংহ ঠাকুরকে।শনিবার দেবনগর এলাকার তিনটি স্কুল পরিদর্শনে যান শান্তনু। স্থানীয় গার্লস হাই স্কুল ও একটি প্রাথমিক বিদ্যালয় ঘুরে মোক্ষদা দিন্দা হাই স্কুলে যান তিনি। স্কুলের পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কি না, পড়ুয়াদের পড়াশোনার হালচাল জানতেই স্কুল সফরে গিয়েছিলেন শান্তনু বাবু। স্কুল ঘুরে দেখার পাশাপাশি শিক্ষকদের সঙ্গেও বৈঠক করেন বিডিও। এর পর তিনি ক্লাসে ঢুকতেই চমকে ওঠে পড়ুয়ারা। কেউ কেউ বলে ওঠে, ''আরে, এ তো আমাদের বিডিও সাহেব।''

স্কুল পরিদর্শনের পর শান্তনু  বাবু বলেন, ''খুব ভাল লাগল। বহু দিন পর ক্লাস নিতে পেরেছি। প্রশাসনিক পদে থেকে সেই সুযোগ হয় না। শিক্ষকদের অনুরোধেই পড়ালাম। পড়ুয়াদের সঙ্গেও পরিচয় হল।''


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours