বাইজিদ মন্ডল,ডায়মন্ড হারবার:-ঝড়ের গতিতে বাড়ছে করোনা তান্ডব, মহামারীর আশাঙ্কা!
প্রতি ২৪ ঘন্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর সেই করোনা সতর্কতা  করতে ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে সাড়া ব্লক জুড়ে প্রথম থেকে মানুষকে করোনা সম্পর্কে সচেতন ও অবগত করার ব্যাপারে সদা জাগ্রত I সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে আজ পারুলিয়া অঞ্চলের বিভিন্ন প্রান্তে পথে নেমে পথ যাত্রী থেকে শুরু করে দোকানের ক্রেতা ও বিক্রেতাদের  করোনা বিষয়ক সচেতনতা পত্র বিলি ও সাথে সাথে মানুষকে মাস্ক স্যানিটাইজার ব্যাবহার করার পরামর্শ দেয়।পাশাপাশি করোনা বিধি নিষেধ চলার পরামর্শ দেন,পারুলিয়া বাজারে যেখানে প্রায় হাজার মানুষের সমাগম ঘটে, সেখানে তারা মাস্ক বিতরণের মাধ্যমে ওমিক্রন ও করণা এর জন্য সাধারণ মানুষকে সচেতন করেন। সাধারণ মানুষ কে এই পরিস্থিতিতে কি করা উচিত আর কি করা অনুচিত সেই নিয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন। ব্লক সভাপতি গৌতম অধিকারী বলেন ওমিক্রণ বা করোনা রাজ্য সরকারের কঠোর বিধি নিষেধ অনুযায়ী ধীরে ধীরে অনেকটা নিম্নমুখী I


 "করোনা পরিস্থিতির পর সমাজের সকল স্তরের মানুষই খুব সমস্যার মধ্যে আছে, এই করুন অবস্থাতে যদি এখনই আমরা সাধারণ মানুষকে সচেতন না করতে পারি তাহলে আগামী দিনে আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে।যে কোনো পরিস্থিতিতেই তারা তাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। কারণ তাদের মূল মন্ত্রই হচ্ছে বাঁচার জন্য লড়াই, তার জন্যই যত বাহানা, সব মিলিয়ে বাঁচার বাহানা। তবে এমন উদ্যোগ কে প্রশংসা করেছেন সচেতন মানুষজন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours