দক্ষিণ ২৪ পরগণার একের পর এক গ্রামে বাঘের আতঙ্ক দেখা দিয়েছিল কিছুদিন আগে। এবার লালগড়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল। যদিও নিশ্চিত হওযা যাচ্ছে না। কারণ পায়ের ছাপকে ঘিরে ধোঁযাশা তৈরি হয়েছে। কেউ বলছেন এই পায়ের ছাপ অজানা জন্তুর। আবার কেউ বলছেন, লোকালয়ে বাঘই ঢুকেছে। একাধিক পায়ের ছাপ দেখে এক একজনের এক একরকম মত।আর এই পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে লালগড়, শালবনি এলাকায়।

আতঙ্ক তৈরি হচ্ছে কেন?‌ স্থানীয় সূত্রে খবর, একদিকে এই পায়ের ছাপ আতঙ্ক তৈরি করেছে। অন্যদিকে বাড়ির সামনেই মিলেছে এক ছাগলের দেহ। ফলে চরমে উঠেছে আতঙ্ক। বেশিরভাগ মানুষই ধরে নিয়েছেন এই কাজ দক্ষিণরায়ের। তাই জঙ্গলে ঢুকতে চাইছেন না গ্রামবাসীরা। আতঙ্ক কাটাতে ময়দানে নেমেছে বন দফতর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours