আনন্দ দাস,কাকদ্বীপ.কম :২৫ শে জানুয়ারি ভোরবেলায় বকখালি থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল ফ্রেজারগঞ্জ পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায়।ঘটনাটি মঙ্গলবার সকালে ঘটেছে নামখানার ফ্রেজারগঞ্জের সমুদ্রসৈকতে।মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, ফ্রেজারগঞ্জের সমুদ্রসৈকতে আনুমানিক বছর 55 এর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি উবুর হয়ে সমুদ্র সৈকতের ধারে পড়ে রয়েছে। এর পরেই স্থানীয় বাসিন্দারা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেন। ঘটনাস্থলে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এসে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । বছর 55 এর ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে স্থানীয়রা এর আগে ঐ এলাকায়  কখনো দেখেননি বলে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা ফ্রেজারগঞ্জের  অমরাবতী গ্রামে ছোট ছোট খুঁটি সাবাড়ের কাজ করতে আসা কোনো মৎস্যজীবী হতে পারেন। তবে ওই ব্যক্তি ফ্রেজারগঞ্জ এলাকার বাসিন্দা নয় বলে দাবি করেছেন স্থানীয় মানুষজন। 

উদ্ধার করা ওই  মৃত ব্যক্তির পরনে ছিল একটি সাদা শার্ট ও হলুদ প্যান্ট। সকালেই ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফ্রেজারগঞ্জ এলাকায়।আপাতত ঘটনাস্থলে গিয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ দেহটি উদ্ধার করে কাকদ্বীপে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ফ্রেজারগঞ্জে কিভাবে এলো ওই  অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। কিংবা ওই ব্যক্তির পরিচয় কী? তা জানার জন্য তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours