বিবাহ বিচ্ছেদ হচ্ছে জনপ্রিয় গায়ক অনুপম রায়ের (Anupam Roy)। নিজে ট্যুইট করে ওই খবর জানান অনুপম।অনুপম জানান, তিনি এবং তাঁর স্ত্রী আলোচনার মাধ্যমে 'মিউচুয়াল ডিভোর্সের' সিদ্ধান্ত নিয়েছেন।যতদিন তাঁরা একসঙ্গে ছিলেন, সেই পথ অত্যন্ত সুন্দর ছিল। একসঙ্গে তাঁরা ভাল সময় কাটিয়েছেন অনেক। তবে ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দের মিল না হওয়ায়, তাঁরা স্বামী, স্ত্রী হিসেবে নিজেদের পথ চলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অনুপম রায়।গায়কের কথায়, স্বামী, স্ত্রী হিসেবে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও, দুজনে একে অপরের খুব কাছের বন্ধু হিসেবে থাকবেন বলে জানান অনুপম রায়।
এই সময়ে যে বন্ধু এবং পরিবারের সদস্যরা তাঁদের পাশে রয়েছেন, তাঁদের ধন্যবাদ জানান অনুপম রায়। পাশাপাশি এই সময়ে তাঁদের ব্যক্তিগত জীবনকে সবাই সম্মান জানাবেন বলেও আশা প্রকাশ করেন জয়প্রিয় গায়ক।
Information and news source - লেটেস্ট লি / dailyhunt


Post A Comment:
0 comments so far,add yours