রাজস্থানের জয়পুরের কাছে খানদার (Khandar) অঞ্চলে বাবাকে খুন করার অভিযোগে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এর আগে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি মাকেও খুন করেছিল। কিন্তু তার পরিবার সেকথা গোপন রাখে। তার বাবার বয়স হয়েছিল ৬৮।তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ধৃত ব্যক্তি জানায়, ঈশ্বরের আদেশেই সে বাবাকে খুন করেছে। পুলিশ সূত্রে খবর, খানদার থানার অধীনে ছান গ্রামে খুন হন ইব্রাহিম খান। মৃতের মাথায় গভীর ক্ষত ছিল। তাঁকে নির্দয়ভাবে মারধর করা হয়েছিল। বৃদ্ধের মৃত্যুর পরে তাঁর ছোটছেলে কুতুবুদ্দিনের আচরণ অনেকের কাছে সন্দেহজনক মনে হয়। গত রবিবার পুলিশ তাকে আটক করে। তাকে জেরা করে জানা যায়, শুক্রবার বিকালে ইব্রাহিম মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরে কুতুবুদ্দিন তাঁকে খুন করে। কুতুবুদ্দিনের ধারণা ছিল, মৃত্যুর পরে তার বাবা স্বর্গে যাবেন। সে বাবাকে স্বর্গে যেতে সাহায্য করছে। খানদারের পুলিশকর্তা ভাগান দাস বলেন, কুতুবুদ্দিন মানসিকভাবে অসুস্থ নয়। সে রীতিমতো জোরের সঙ্গে বলছে, যা করেছে ঠিক করেছে। জেরায় কুতুবুদ্দিন জানায়, গত এপ্রিল মাসে সে তার মা হামদিন বানুকে খুন করে। তার দাবি, ঈশ্বরের নির্দেশ পেয়ে সে মাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে। কুতুবুদ্দিনের পরিবার কাউকে কিছু না জানিয়ে হামদিন বানুকে সমাহিত করে। ফলে পুলিশ এই খুনের কথা জানতে পারেনি। পুলিশ জানিয়েছে, কুতুবুদ্দিন স্থির করেছিল, এরপরে তার বৌদিকে খুন করবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours