ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোল নর্থ থানার অন্তর্গত নুনি গ্রাম পঞ্চায়েতের নুনি বাউরিপাড়া কপিলেশ্বর মন্দিরের নিকটে। শনিবার রাতেই ওই জোড়া খুনের খবর জানা যায়। মৃতদের নাম অশোক বাউরি ও বুধন বাউরি । তাঁদের বাড়ি বারাবনি ব্লকের নুনি গ্রামে।তাঁদের জামাই এই খুন করেছে বলে অভিযোগ।সম্পর্কে তাঁরা শালা হয়। সন্দেহ আর অভিযোগের ভিত্তিতে ওই জামাইকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। খুনের ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশে। নর্থ থানার বিশাল পুলিশ বাহিনি ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে। আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ দুটি। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মৃতের পরিবারের লোকজন অভিযোগ করছেন, রাতেই বাড়ির মধ্যে খুন করা হয়েছে ওই দুজনকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours