গত সাত মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৮ হাজার ১৬৬ জন। অন্যদিকে, সুস্থ হয়ে উঠেছেন ২৩ হাজার ৬২৪ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। যার ফলে কমল অ্যাকটিভ কেসের সংখ্যাও। রবিবারের বুলেটিন‌ অনুযায়ী দেশে কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হল ২ লক্ষ ৩০ হাজার ৯৭১। যা গত ২০৮ দিনে সবচেয়ে কম। অ্যাক্টিভ কেসের হারও করোনাকালে সর্বনিম্ন। ০.৬৮ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ১.৪২ শতাংশ। এদিকে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১৪ জনের। এই নিয়ে দেশে করোনার কবলে পড়ে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৫০ হাজার ৫৮৯ জনের।

এদিকে রাজ্যের দৈনিক সংক্রমণ কমলেও কলকাতায় উত্‍সবের মরসুমে বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬২ জন। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৪২৯। এর মধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে ৭৭৬ জনের। অর্থাত্‍ পজিটিভিটি রেট ২.১৩ শতাংশ। উত্‍সবের মরসুমে তিলোত্তমা কলকাতায় সংক্রমণ বাড়ায় আশঙ্কা বাড়ছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours