গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে সেই বিক্ষোভ কিন্তু শেষ হয়ে যায়নি। আদালতের নির্দেশের মান্যতা দিয়েই উপাচার্যের বাসভবন থেকে ৫০ মিটার দূরে অবস্থান বিক্ষোভ চলছে। তারই মাঝে এদিন বিশ্বভারতীতে বার হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের মিছিল। সেই মিছিলকে রীতিমত ঐতিহাসিক আখ্যা দিয়ে উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীকে সাবধান হওয়ার বার্তা দিলেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তথা 'কেষ্টদা'। এদিনের মিছিলটি বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে শুরু হয়ে শান্তিনিকেতন রোড, শান্তিনিকেতন থানা হয়ে বিশ্বভারতীর ইন্টারন্যাশনাল গেস্ট হাউস ঘুরে ফের ডাকবাংলো মোড়ে শেষ হয়। তৃণমূলের মিছিলে জেলার বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়ারাও যোগ দেন। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোপ দাগেন কেষ্ট।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours