THE WALL

বুধবার ফলতায় (falta) ইকনমিক জোন (special economic zone) বা বিশেষ অর্থনৈতিক এলাকায় উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক কুমির (crocodile)। লোকালয়ের মধ্যে কুমির উদ্ধার হওয়ায় আতঙ্ক (tension) ছড়ায় এলাকায়। বন দফতরের কর্মীরা খবর পেয়ে এসে কুমিরটিকে উদ্ধার করেন। তবু আতঙ্ক রয়েছে এলাকায়। গত কয়েক দশকের মধ্যে এই প্রথম এই জাতীয় কুমির দেখা গেল এলাকায়। শিল্পতালুকে এধরনের কুমির আসার কথা নয়। কী করে এল, তা নিয়েই বিস্ময় ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, একটানা বৃষ্টিতে নদী জলে পরিপূর্ণ থাকায় হুগলি নদী থেকে ভাসতে ভাসতে হয়তো চলে এসেছে কুমিরটি। শিল্পতালুক সংলগ্ন ছোট নালায় ঢুকে পড়েছিল হুগলি নদী থেকে। এলাকার লোকজন দেখামাত্র প্রবল চাঞ্চল্য ছড়ায়। তাঁরা কুমিরটিকে ঘিরে রাখেন। বন দফতরে খবর পাঠানো হয়। সেখানকার লোকজন এসে লাঠি, জাল, বস্তা, দড়ি নিয়ে কুমিরটিকে বাগে আনার চেষ্টা করেন। বহুক্ষণ বাদে কুমিরটিকে দড়ি দিয়ে বেঁধে জালবন্দি করেন তাঁরা। উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। আপাতত পাথরপ্রতিমার ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে। দিনকয়েক আগে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমাতেও ভগবানপুর কুমির প্রকল্প এলাকা থেকে একটি কুমির বেরিয়ে পড়ে আতঙ্ক ছড়ায়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours