দক্ষিণ ২৪ পরগনা জেলার  কাকদ্বীপ ইংরেজি ১২.৯.২১ তারিখ একটি গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী ভাস্কর মুখার্জি মহাশয়ের নির্দেশ অনুযায়ী কাকদ্বীপ মহাকুমা পুলিশ আধিকারিক শ্রী অনিল কুমার রায় এর নেতৃত্বে কাকদ্বীপ থানার আই সি শিবু ঘোষ ও অফিসার, ফোর্স  কাকদ্বীপ গনেশপুর পূর্ব বাজার সোনাপট্টিতে পরিমল চন্দের গুদাম এ তল্লাসি চালায়। এবং সেখানে ৩২ ব্যারেল নীল রঙের কেরোসিন তেল(মোট ৬৪০০ লিটার), একটি টুলু পাম্প,একটি ইঞ্জিন ভ্যান,  ডিজেল বানানোর কিছু সাদা রাসায়নিক পদার্থ,  ২ টি মোবাইল ফোন ইত্যাদি  সিজ করা হয় এবং অনুপ সিং ও বিরাট পাইক নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে উক্ত নীল রঙের কেরোসিন তেল সরকারিভাবে রেসন কার্ডের গ্রাহকদের জন্য নির্ধারিত কিন্তু  কাকদ্বীপের একজন কেরোসিন হোলসেলার ও কয়েকজন কেরোসিন ডিলার বে আইনি ভাবে পরিমল চন্দ নামে একব্যক্তির কাছে সেগুলো  বিক্রি করে। উক্ত ঘটনার বিষয়ে কাকদ্বীপ থানায় ভারতীয় দণ্ডবিধি আইন ও এসেনসিয়াল কমোডিটি আইনের জামিন অযোগ্য ধারায় মোকদ্দমা দায়ের করা হয়েছে ও জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ রিমান্ডের আবেদন সহ গ্রেফতার হওয়া আসামীদের কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে। সবদিক খতিয়ে ঘটনায় জড়িত বাকি আসামীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours