THE WALL

বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় হাইকোর্টে (Highcourt) হাজিরা দিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি (DG) মনোজ মালব্য (Manoj Malviya)। চলতি মাসের শুরুর দিকে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে মঙ্গলবার হাজিরা দেন তিনি। কয়েকটি চিটফান্ডের মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দুটি সংস্থার ডিরেক্টরকে আদালতে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু আদালতে দুই সংস্থার ডিরেক্টররা না আসায় মামলাকারীরা অভিযোগ করেন, আদালতের নির্দেশ অমান্য হয়েছে। দুটি ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় মনোজ মালব্যকে হাইকোর্টের প্রধান বিচারপতি তলব করেছেন বলে খবর। প্রসঙ্গত, হাইকোর্ট যখন এই নির্দেশ দিয়েছিল তখন রাজ্য পুলিশের ডিজি ছিলেন সি বীরেন্দ্র। আদালতে মামলাকারীদের আইনজীবীরা বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ আদালতের নির্দেশ পালন করেনি। আদালত ব্যবস্থা নিক। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ এরপর বলে, কেন আদালতের নির্দেশ পালন করেনি রাজ্য পুলিশ তা ডিজি-কে এসে বলতে হবে। আজ সেই হাজিরার দিন ছিল। আদালতের এই নির্দেশ নিয়ে কলকাতা হাইকর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, মনোজ মালব্য সবেমাত্র দায়িত্ব নিয়েছেন। তাঁকে কিছুটা সময় দেওয়া হোক। কিন্তু আদালত রাজ্যের আবেদন গ্রহণ করেনি। পরে রাজ্যের তরফে আদালতে নির্দেশ পুনর্বিবেচনার আবেদনও জানানো হয়। কিন্তু তা খারিজ করে দিয়েছিল আদালত। আদালত সূত্রের খবর, ভবিষ্যতে আদালতের নির্দেশ যাতে অমান্য না হয় এদিন ডিজিকে সেই ব্যাপারে সাবধান করেন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। একজন নোডাল অফিসারকেও নিয়োগ করতে বলা হয়েছে। তিনি মূলত আদালতের কাজকর্ম পর্যবেক্ষণ করবেন। বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলায় যেসমস্ত সংস্থার মালিক জেল-হাজতে রয়েছেন তাঁদের যাতে যথাসময়ে আদালতে হাজির করা যায় সে বিষয়ে নজরদারি চালাবেন। বিচারপতি মনোজ মালব্যের কাছে জানতে চেয়েছেন, পুলিশ তাঁদের নিজেদের দায়িত্ব পালন করছে না কেন? নিয়ম শৃঙ্খলায় অনেক ঘাটতি আছে। বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলা ছাড়াও অনেক মামলায় সরকারি আইনজীবী আদালতে গড়হাজির থাকেন। এটা যন না হয়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours