বাংলাদেশের চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মোহড়া এলাকায় অভিযান চালিয়ে হাতির দাঁত উদ্ধারসহ বন্যপ্রাণি পাচারকারী চক্রের ৩ জনকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (৭ আগস্ট) বিকেলে এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আটকৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার গাবাসারা এলাকার আরুঅং মারমার ছেলে সুইচিং মারমা (৩৩), একই এলাকার মৃত জিন্নাত আলী খানের ছেলে মো. হাফিজুর খান (৪৩) ও রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি থানার পুরাতন মারিশ্যা এলাকার মো. গোলাম ছোবহানের ছেলে মো. খোরশেদ আলম (৩৫)।

মো. নুরুল আবছার জানান, চোরাকারবারি চক্রটি বাংলাদেশ থেকে ভারতে হাতির দাঁত পাচারের উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সারছিল। খবর পেয়ে শুক্রবার বিকেলে চান্দগাঁও থানার মোহরা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। আটককৃত আসামীদের দেখানোমতে নিজ হেফাজতে থাকা শপিং ব্যাগের ভিতর থেকে ১টি হাতির দাঁতের খন্ডাংশ উদ্ধার করা হয়।

তিনি জানান, অনুমতি ব্যতীত হাতির দাঁত অবৈধভাবে নিজ দখলে রেখে দেশ-বিদেশে পাচার করে আসছে বলে স্বীকার করেন তারা। উদ্ধারকৃত হাতির দাঁতের আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours