অতি বৃষ্টির জের ও ডিভিসির ছাড়া জলে বানভাসি ঘাটাল। পশ্চিম মেদিনীপুরের এই অঞ্চলে প্রতিবছর বন্যা হলেও এবছরে আকারটা ভয়াবহ হয়েছে। এদিন ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ঘাটালের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টা নাগাদ ঘাটালে পৌঁছন তিনি। সেখানে উপস্থিত রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

  • মমতার সঙ্গে রয়েছেন ঘাটালের সাংসদ দেব। রয়েছেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁদের সঙ্গে নিয়ে বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী।
  • জলবন্দি ঘাটাল, দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন মমতা
  • প্রায় সাত কিলোমিটার এলাকা সবটাই ডুবে গিয়েছে, পুরোটাই ভিডিও করেছি, হেলিকপ্টারে আসার সময় তুলেছি।
  • ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের প্রজেক্ট কিন্তু কিছুতেই আর্থিক বরাদ্দ দিচ্ছে না।
  • এখন প্রাকৃতিক দুর্যোগ বেশি। তাই সুন্দরবন ও দিঘা নিয়ে একটা প্ল্যান কেন্দ্রের কাছে পাঠাচ্ছি, যাতে বাঁচানো যায়।
  • ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের মন্ত্রীরা, মানস ভুঁইয়া, সৌমেন মহাপাত্র, দেব, জুন মালিয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো'দের নিয়ে দিল্লিতে সেচ মন্ত্রীর সঙ্গে দেখা করুন।
  • নিম্ন দামোদারে ২০০০ কোটি টাকার প্রজেক্ট আগামী বছরেই সম্পূর্ণ হবে, জানালেন মমতা
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours