মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনাকে হত্যার ব্যর্থ চেষ্টার অভিযোগ উঠেছে। সেই অভিযোগে দেশটির উচ্চপদস্থ সেনা ও পুলিশ কর্মকর্তাদের আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আটকদের মধ্যে পাঁচজন জেনারেল এবং বেশ কয়েকজন সক্রিয় পুলিশ কর্মকর্তা। চলতি বছরের জুলাই মাসে প্রেসিডেন্টকে ব্যর্থ হত্যাচেষ্টার ঘটনায় ২১ জনকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে।

গত জুলাইয়ে মাদাগাস্কার সরকার এক ঘোষণায় জানায়, প্রেসিডেন্টসহ বেশ কয়েকজনকে হত্যার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। ওই ঘটনার এক মাস আগে সে দেশের পুলিশ প্রধানকে হত্যার ব্যর্থ চেষ্টা হয়েছে।

জানা গেছে, গতকাল রবিবার আটকদের মধ্যে ১২ জন সেনা ও পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন। এর মধ্যে পাঁচ জন জেনারেল, দুজন ক্যাপ্টেন এবং পাঁচজন নন-কমিশন অফিসার।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours