দেশ দখল করেছে উগ্রপন্থী তালিবানরা । অস্ত্রে সুসজ্জিত রয়েছে তারা কিন্তু খাদ্য আসবে কি করে বা দেশ চালাতে টাকার যোগান দেবে কে? আমেরিকা ও বিভিন্ন ব্যাঙ্কিং সংস্থা আফগানদের প্রাপ্য অর্থভাণ্ডার বাজেয়াপ্ত করেছে । এই কারণে তালিবানরা যতই হম্বিতম্বি করুক বা খুনখারাপি করুক আর কয়েকদিনের মধ্যে বিশাল অর্থ সংকটে ভুগতে হবে তাদের । শোনা যাচ্ছে, চিন কিছুটা সহযোগিতা করছে পরিবর্তে মাদকদ্রব্যের কারবার নিজেদের হাতে নেওয়ার প্রয়াস তাদের । পাকিস্তান থেকে কোনও আর্থিক সাহায্য আসার সম্ভবনা নেই কারণ তারা নিজেরাই অর্থনৈতিক সমস্যাতে জর্জরিত ।

তবে কি এবার ওই দেশে থাকা বিদেশিদের আটক করে মুক্তিপনের দাবি করতে পারে তালিবানরা ? ইঙ্গিত কিন্তু সেরকমই । শনিবার সকালেই একটি খবর ছড়িয়ে পড়ে ভারতীয়সহ ১৫০ জনকে অপহরণ করেছে তালিবান। বাংলাদেশের দাবি তাদের দেশের ২৭ জনের খবর নেই । আফগানিস্তানের 'তোলো' চ্যানেল যে ভাবে খবর পরিবেশন করছে তাতে আতংকিত হওয়ার অবস্থা ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের । তাহলে অপহরণ এবং মুক্তিপনের দিকে কি হাঁটতে চলেছে তালিবানরা । বাজপেয়ীর আমলে কান্দাহারে বিমান ছিনতাইয়ের ঘটনা নিশ্চই নরেন্দ্র মোদি অবগত আছেন সুতরাং সমস্যা ধীরে ধীরে বাড়ছে 

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours