এবার আফগান প্রেসিডেন্টের সরকারি বাসভবনের বিশাল 'লন' আর 'পাবলিক হল'-এর ইতিউতি তখন ছড়িয়ে-ছিটিয়ে ভোজে বসেছেন তালিবান যোদ্ধারা। কেউ চেয়ারে, কেউ সোফায়, কেউ বা মাটিতে বিছানো গালিচার উপর। অনেকের হাতেই তখনও স্বয়ংক্রিয় রাইফেল বা রকেট লঞ্চার। প্রেসিডেন্ট থাকাকালীন আশরফ গনিকে অনেক বারই সুদৃশ্য ওই সোফাসেটে বসে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে।

রবিবার রাতে তার উপর পা তুলে বসে ছিলেন এক তালিবান কমান্ডার। এদিকেতালিবান-ঘনিষ্ঠ পশ্চিম এশিয়ার একটি সংবাদমাধ্যম আফগান প্রেসিডেন্টের বাসভবনে তালিবান উত্‍সবের বেশ কিছু ভিডিয়ো ফুটেজ এবং ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে এমনই সব দৃশ্য। পদত্যাগী প্রেসিডেন্ট গনি রবিবার সকালেই রাজধানী কাবুল ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের পালিয়ে যান। বিকেলের মধ্যেই তাঁর প্রাসাদ চলে আসে তালিবানের দখলে। এরপর সেখানে শুরু হয় দফায় দফায় বিজয় উত্‍সব।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours