দ্ধের দামামা, বিমান হানা থেকে শুরু করে তালিবানি তাণ্ডবে পুরোপুরি বিপর্যস্ত আফগানিস্তান। রবিবারের পর সোমবার সাতসকালেই কাবুলের হামিদ কারাজাই আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকায় চলল রকেট হানা। জানা গেছে, এদিন সকাল ছ'টা বেজে ৪০ মিনিট নাগাদ কাবুল (Kabul) বিমানবন্দরের দিকের ল্যাব জার খাইরখানা চৌরাস্তা লাগোয়া ক খোরশিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গাড়ি থেকে ২টি রকেট ছোঁড়া হয়। কে বা কারা এই রকেট ঠিক কোন কারণে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই NATO আফগানিস্তান থেকে সেনা সরাতে শুরু করেছে। মার্কিন সেনাকে পুরোপুরি সরিয়ে নেওয়ার শেষ দিন আগামীকাল। সবমিলিয়ে ২৪ ঘণ্টা সময় রয়েছে মার্কিন সেনার হাতে





আইসিসের বিস্ফোরক বোঝাই করা গাড়িতে বিমান হানা চালায় মার্কিন সেনা। রবিবার সন্ধ্যাতেই এর জবাব দিয়েছে আইসিস। গত বৃহ্স্পতিবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। সেখানে ফের জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার সকালের রকেট হানা যেন সেই হামলারই নির্দেশক।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours