শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এবার তদন্তভার গ্রহণ করল সিআইডি । ভবানী ভবন সূত্রের খবর ইতিমধ্যেই তারা যাবতীয় কেস ডায়েরি পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের কাছে চেয়ে পাঠিয়েছেন । নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক আধিকারিক এর কথায়, "এই ঘটনার তদন্তে নেমে প্রথমেই আমরা সুপর্ণা চক্রবর্তীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাই । তাঁর বয়ান আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ । প্রয়োজনে বয়ান রেকর্ডও করা হতে পারে ।

পাশাপাশি এই ঘটনায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য পূর্ব মেদিনীপুরে যেতে পারে সিআইডির প্রতিনিধি দল । প্রয়োজনে তাঁরা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনেও ডাকতে পারেন ।

গত বুধবার (7 জুলাই, 2021) পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী নামে এক মহিলা ৷ তাঁর স্বামীর নাম শুভব্রত চক্রবর্তী ৷ 2018 সালের 14 অক্টোবর কলকাতার অ্য়াপোলো হাসপাতালে মৃত্য়ু হয় শুভব্রতর ৷ সুপার্ণা তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, মৃত্য়ুর ঠিক একদিন আগে অর্থাৎ 2018 সালে 13 অক্টোবর গুলিবিদ্ধ হয়েছিলেন শুভব্রত ৷ রাজ্য পুলিশের কর্মী শুভব্রত তাঁর জীবনের শেষ 6-7 বছর শুভেন্দু অধিকারীর দেহরক্ষী হিসাবে কর্মরত ছিলেন ৷

সুপর্ণার দাবি, তাঁদের বিবাহিত জীবনে কোনও অশান্তি ছিল না ৷ তাঁদের দু’টি মেয়েও রয়েছে ৷ স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখী ছিলেন শুভব্রত ৷ তবে কর্মসূত্রে কাঁথিতেই থাকতে হত তাঁকে ৷ স্ত্রীর সঙ্গে রোজ ফোনে কথা হত ৷ রোজকার মতো 2018 সালের 13 অক্টোবরও সকাল 10 টা বেজে 16 মিনিটে সুপর্ণাকে ফোন করেন শুভব্রত ৷ তাঁর কথায় সেই সময় কোনও অস্বাভাবিকতা ছিল না বলেই দাবি সুপর্ণার ৷ কিন্তু এর ঠিক একঘণ্টা পরই (সকাল 11 টা বেজে 20 মিনিট নাগাদ) সুপর্ণা তাঁর জা-য়ের কাছ থেকে জানতে পারেন কিছু একটা অঘটন ঘটেছে ৷ এর কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, তাঁর স্বামী অসুস্থ এবং কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন ৷

 সূত্রের খবর, ওই দিন (13 অক্টোবর, 2018) স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই গুলিবিদ্ধ হন শুভব্রত ৷ শুভেন্দু অধিকারীর পারিবারিক বাসভবন শান্তিকুঞ্জের পাশেই পুলিশের একটি বারাক রয়েছে ৷ সেখানেই থাকতেন তিনি ৷ ঘটনাটি ঘটে ওই বারাকেই ৷ শুভব্রতর স্ত্রী সুপর্ণা জানিয়েছেন, এরপর রাত পর্যন্ত কাঁথি হাসপাতালেই রাখা হয় তাঁর মুমূর্ষু স্বামীকে ৷ শেষমেশ 13 তারিখ রাতে কলকাতার অ্য়াপোলো হাসপাতালে স্থানান্তরিত করা শুভব্রতকে ৷ পরদিন (14 জুলাই, 2018) সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ সরকারিভাবে দাবি করা হয়, রাজ্য পুলিশের 42 বছরের ওই কর্মী আত্মহত্যা করেছেন ৷

News collected from : react.etvbharat

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours