করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা স্থিতিশীল হলে ও চিন্তা বাড়াচ্ছে তৃতীয় ঢেউ। এদিকে প্রতিনিয়ত সংক্রমণের সংখ্যা কখনও বাড়ছে কিংবা কমছে। তবে আগামী মাসের মধ্যেই কিন্তু আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আইসিএমআর গবেষকরা জানাচ্ছেন, এই সংক্রমণ ১ লাখের গন্ডি পেরোবে। যার একমাত্র কারণ হল মানুষের সামাজিক সচেতনতার অভাবের কারণ।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৬০ জন। তবে ইতিমধ্যেই দেশজুড়ে টিকাকরণ শুরু হয়ে গেছে। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লাখ ১৩ হাজার ৯১ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪৩ হাজার ৯১৬ জন। তবে এর মধ্যে আবার দেশে মাথাচাড়া দিয়েছে করোনার একাধিক ভ্যারিয়েন্ট। দিনে দিনে চিন্তা বাড়াচ্ছে এই ডেল্টা ভ্যারিয়েন্ট।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours