মালদার রতুয়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে তিন যুবককে আমবাগানের কাছে ঘোরাঘুরি করতে দেখেন দেবীপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা। অভিযোগ, চোর সন্দেহে তিনজনকে ধরে শুরু হয় গণপিটুনি। ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়। পরে রতুয়া থানার পুলিশ গিয়ে ২ জনকে উদ্ধার করে। মালদা মেডিক্যালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। হাসপাতালে ভর্তি আহত যুবকের দাবি, তিন বন্ধু মিলে আমবাগানের কাছে দাঁড়িয়ে গল্প করার সময় চড়াও হয় গ্রামবাসীরা।



মৃত যুবকের নাম শেখ ঘিসু (৩৬)। আহত যুবক সেখ সদাগর চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁদের বাড়ি রতুয়া থানার পশ্চিম দেবীপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে তিন বন্ধু সেখ সদাগর, সেখ ঘিসু ও সেখ সাজ্জাদ আমবাগানে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁদের গ্রামবাসীরা দেখতে পেয়ে চোর সন্দেহে গণধোলাই শুরু করে। ঘটনাস্থল থেকে কোনরকমে শেখ সাজ্জাদ পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। তাঁরা দুই যুবককে উদ্ধার করেন।


গ্রামবাসীদের গণধোলাইয়ের জেরে বাকি দুজন ঘটনাস্থলে গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসার জন্য আনা হয় রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে চিকিৎসকরা শেখ ঘিসুকে মৃত বলে ঘোষণা করে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শেখ সদাগর। এই বিষয়ে আহত যুবক শেখ সদাগরের দাবি, তাঁরা চুরি করার  জড়ো হয়নি। রাতে তাঁরা ওই আমবাগানে দাঁড়িয়ে একসঙ্গে গল্প করছিলেন। সেই সময় গ্রামবাসীরা তাঁদের উপর উপর চড়াও বলে অভিযোগ। শুধু তাই নয়, যুবকের দাবি কোনও কথা শোনার আগেই  চোর সন্দেহে তাদের মারধর শুরু করে গ্রামবাসীরা। কিন্তু চুরি না অন্য কোনও ঘটনা, কেন দাঁড়িয়েছিল ওই তিন যুবক? সে বিষয়ে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours