এর আগে ভ্যাকসিনেশন প্রক্রিয়া কে আরো স্বচ্ছল করার পাশাপাশি, আগের মত করোনার নিয়মনীতি মানার কথা জানাচ্ছিলেন চিকিত্‍সকরা। কারন তা না হলেই এরপরে চরম শক্তিতে পৌঁছে আবারও ভয়ানক রূপ নেবে তৃতীয় ওয়েভ। এমনটাই আশঙ্কা ছিল তাদের। তবে সেবিষয়ে নিশ্চিত করলেন গবেষকরা। কী বলছেন গবেষকরা ? জানা যাচ্ছে, কোভিড-যথাযথ নিয়মনীতি অনুসরণ না করা হলে করোনা ভাইরাস সংক্রমণ সম্ভাব্য এই তৃতীয় ওয়েভে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শীর্ষে পৌঁছতে পারে। এটি অর্ধেক দৈনিক রেকর্ড দেখা যাবে বলে কোভিডের মডেলিংয়ের দায়িত্বপ্রাপ্ত সরকারী প্যানেলের একজন বিজ্ঞানী জানিয়েছেন। কারা রয়েছেন এই প্যানেলে ? গণিতের মডেলগুলি ব্যবহার করে করোন ভাইরাসের উত্থানের পূর্বাভাস দেওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ গত বছর একটি প্যানেল গঠন করেছিল। এরপর আইআইটি-কানপুরের বিজ্ঞানী আগরওয়াল ছাড়াও প্যানেলে আইআইটি-হায়দ্রাবাদের আরেক বিজ্ঞানী এম বিদ্যাসাগর এবং সদস্য হিসাবে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের উপ-চিফ (মেডিকেল) লেঃ জেনারেল মাধুরী কণিতকর রয়েছেন। যারা প্রত্যেকেই এই বিষয়ে মত প্রকাশ করেছেন। বিস্তারিত আসছে..
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours