পশ্চিমবঙ্গের ওপর তথা বাংলার ওপর গত 26 মে আছড়ে পড়ে ভয়াবহ ঘূর্ণিঝড়‘ ইয়াস’।এই  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলার মানুষ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় । শুধু তাই নয় সুন্দরবন এলাকার বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে বহু মানুষ ঘর বাড়ি ছাড়া হন ।ও এর প্রভাবে সুন্দরবন এলাকার সমস্ত নদীর বাঁধ ভেঙ্গে পড়ে তার ফলে চাষের জমি থেকে শুরু করে নলকূপ পর্যন্ত নোনা জলে ভরে যায়। নদীর জলে ভেসে যায় গৃহপালিত পশু সহ ঘর বাড়ি আর ভেষে যায় দিন খাটা মজুরের হাজারো বোনা স্বপ্ন।
সুন্দর বন এলাকা সহ ক্ষতিগ্রস্ত হয় কাকদ্বীপ,পাথরপ্রতিমা , নিশ্চিন্তপুর,মৌসুনী দ্বীপ , ঘোড়ামারা, নামখানা সহ বিভিন্ন এলাকা
আজ দক্ষিণ 24 পরগনা জেলার নিশ্চিন্তপুরের ক্ষতিগ্রস্ত একহাজার পরিবারের পাশে এসে দাঁড়ালেন বেহালার “বড়িশা ক্লাব” । বেহালার বড়িশা ক্লাব ঐ একহাজার টি পরিবারের হাতে তুলেদেন 

ত্রিপল, চাল ,ডাল,আলু, সোয়াবিন ,মুড়ি, পানীয় জল , বাতাসা, কেক , মুরগী বাচ্চা সহ আরো অনেক কিছু । 

এই ত্রান বিতরণ সভায় উপস্থিত ছিলেন বেহালার বড়িশা ক্লাবের সভাপতি সুদীপ কললে এছাড়া ঐ ক্লাবের বিশিষ্ট ব্যক্তিগণ



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours