করোনা আবহে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে গোটা দেশজুড়ে। আসলে রোগটার নাম মিউকরমাইকোসিস। কালো ছত্রাকের সংক্রমণ হয়ে এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মারা গেছেন বহু মানুষ। কিছু কিছু রাজ্যে অতিমারি হিসেবে ঘোষণাও করা হয়েছে। তবে আতঙ্ক ছড়ালেও এর সঠিক চিকিত্‍সার কূলকিনারা করতে পারছেন না অনেকে। তাই কোভিডের পাশাপাশি মিউকরমাইকোসিস হলে কী কী ওষুধ ব্যবহার করা উচিত, 'জয়েন্ট ন্যাশনাল টাস্ক ফোর্স' সেই গাইডলাইন পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। সেই পরামর্শই রাজ্যে রাজ্যে পাঠাল কেন্দ্র।

গাইডলাইন অনুযায়ী,

১. মিউকরমাইকোসিসে আক্রান্ত হলে সেই সব রোগীদের অ্যাম্ফোটেরিসিন বি ওষুধ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে
এই ওষুধ লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি ও অ্যাম্ফোটেরিসিন বি ডিঅক্সিকোলেট রূপে ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২টি ওষুধই সমান কার্যকরী এই রোগের ক্ষেত্রে।





২. অ্যাম্ফোটেরিসিন বি ওষুধ না পাওয়া গেলে, কিংবা কোনও রোগীর শরীরে যদি এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সে ক্ষেত্রে পসাকোনাজল ইঞ্জেকশন ব্যবহার করার কথা জানানো হয়েছে।

৩. কোনও রোগীর মস্তিষ্কে যদি মিউকরমাইকোসিস হয়, সে ক্ষেত্রে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

৪. অ্যাম্ফোটেরিসিন বি ডিঅক্সিকোলেট ওষুধ ব্যবহারের ফলে রোগীর কিডনির সমস্যা দেখা দিতে পারে।

৫. স্যালাইন দেওয়া যাবে এই রোগীদের। পাশাপাশি অক্সিজেন চললে কোনও সমস্যা হবে না বলেই জানানো হয়েছে নির্দেশিকায়।

৬. যত দ্রুত সম্ভব এই নির্দেশিকা মেনে চলতে হবে সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতালে।

৭. মিউকরমাইকোসিসে আক্রান্ত হলে এইগুলো অন্য কোনও ওষুধ যথেচ্ছ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours