কৃষ্ণাঙ্গ হত্যায় অভিযুক্ত প্রাক্তন পুলিশ অফিসারকে কড়া শাস্তি দিল আমেরিকা যুক্তরাষ্ট্রের আদালত। গত বছর আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যায় অভিযুক্ত হয়েছিলেন মার্কিন পুলিশকর্মী ডেরেক চৌভিন। শুক্রবার তাঁকে সাড়ে বাইশ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। ২০২০ সালের ২৫ মে মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের। এই মৃত্যু গোটা মার্কিন মুলুককে নাড়িয়ে দিয়েছিল। কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল গোটা আমেরিকা। বছর ৪৫-এর শ্বেতাঙ্গ পুলিশকর্মী ডেরেককে শাস্তির নামে মেরেই ফেলতে দেখা গিয়েছিল ফ্লয়েডকে। স্বভাবতই তার পরপরই ওই পুলিশকর্মীর চাকরি যায়। এক বছর এক মাস পর সাজা পেলেন ফ্লয়েডের হত্যাকারী। ফ্লয়েডের মৃত্যুতে কোনও অনুশোচনা দেখা যায়নি ডেরেকের মধ্যে। আদালতেও নিস্পৃহ ছিলেন তিনি। কখনও ক্ষমা চাননি। দুঃখপ্রকাশ করেননি নিজের কৃতকর্মের জন্য। তবু ৩০ বছরের সাজার মেয়াদ খানিক কমিয়েই রায় দেন বিচারপতি পিটার কাহিল। ডেরেককে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনি প্রশাসনের এই পদে থেকে তার যে অপমান করেছেন এই সাজা তার জন্য। জর্জ ফ্লয়েডের প্রতি আপনি যে নৃশংসতা দেখিয়েছেন এই সাজা তার জন্য।' বিচারপতির কথায় একেবারে ভাবলেশহীন থাকেন ওই প্রাক্তন পুলিশকর্মী। জর্জ ফ্লয়েডের পরিবারের তরফে মামলা লড়া আইনজীবী আদালতের এই রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেছেন, 'আমি জানি না আদালতে এই মামলা কোন পথে এগিয়েছে, তবে সব দেখেশুনে আমার এটা একদম ঠিকঠাক মনে হচ্ছে।' ডেরেকের শাস্তিতে খুশির হাওয়া মার্কিন মুলুকের যত্রতত্র। সকলেই নিজেদের খুশি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। আমেরিকায় কৃষ্ণাঙ্গ বিদ্বেষের রেওয়াজে যে বড়সড় ধাক্কা দিয়েছিল জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যু, শুক্রবার যেন তাতেই পোঁতা হল শেষ পেরেক।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours